পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায়  মহান বিজয় দিবস পালন

আব্দুল আলীম খান, পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে বিপুল সমাগমে মহান বিজয় দিবস-২০১৯ পালিত হয়েছে।
১৬ডিসেম্বর প্রত্যুষে ডিসি স্কয়ার মাঠে ৩১ বার তোপধ্বনি শেষে সকাল ৬.৩০মিনিটে  জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী, এমপি এ্যাড. শাহজাহান মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এবং জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী আলমগীর ও সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান সহ আওয়ামীলীগের অন্যতম নেতা ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, দপ্তর সম্পাদক এ্যাড. হারুন অর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, সদস্য ও শহর আওয়ামীলীগের সভাপতি শাহজালার খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  শাহজাহান ভূইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডা, পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌদ ও বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের সূচনা করেন।
এছাড়া পুষ্পস্তাবক অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন, সদর উপজেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা শ্রমিকলীগ, কৃষকলীগ, পটুয়াখালী প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানসহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
সকাল ৭টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন এবং বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সকাল সাড়ে ৮টায় এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে  মুক্তিযোদ্ধা, পুলিশ, কারারক্ষী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস্ বাদক দল, রোভার  স্কাউটস্, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুঁচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। সকাল সাড়ে ১০টায় জেলা সদরের পুরাতন জেলখানা, ডিসি বাংলোর  দক্ষিণ পার্শ্বে এবং জেল খানার দক্ষিণ পার্শ্বে  মাতুব্বর বাড়ী সংলগ্ন গণকবর জিয়ারত। বেলা ১১ টায় শিশু একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান । তিতাস সিনেমা হলে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের  জন্য মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচিত্র  প্রদর্শন করা হয়। বাদ জোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বড় জামে মসজিদে কোরআন খানি, মিলাদ মাহফিল এবং অন্যান্য মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে হাসপাতাল, জেলখানা,এতিমখানা,শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স¦ায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  
এছাড়া ১৫-১৬ ডিসেম্বর দুইদিন সন্ধ্যা হতে রাত ১২ টা পর্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।